Header Ads

‘জীবনপথে যতই বিপদে পড়ি তোমার শ্রীপদ যেন না ভুলি এবং দিনরাত্রির প্রতিটি নিমেষ যেন তোমার প্রতি অশেষ হয়ে থাকে।’


‘কল্পতরু’—ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব

++++++++++++++++++++++
      রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ইতিহাসে ১৮৮৬ সালের ১লা জানুয়ারি ‘কৃপা-কল্পতরু’ হয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাঁর অভয় বাণীতে বলেছেন—‘তোমাদের চৈতন্য হোক’ সেই শাশ্বত স্মরণীয় পুণ্যস্মৃতিকে কেন্দ্র করে অগণিত সাধু-ভক্ত-অনুরাগীদের মধ্যে ভক্তি-বিশ্বাস-শরণাগতির গভীর শ্রদ্ধায় বছর বছর এই শুভ ও চিরভাস্বর দিনটিকে স্মরণ-মননের দ্বারা হৃদয়ের পরশে উজ্জ্বলতর করে রেখেছে—যেন তার আভাস ফুটে উঠেছে—‘নিজেকে বোঝ, নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে পাগলের মত পথভ্রষ্ট হয়ো না, চোখ বন্ধ করে স্মরণ কর, সহজেই বুঝবে যাঁকে আমরা খুঁজছি পাগলের মত, তিনি শুধু আমার মধ্যে বিরাজ করছেন না, তিনি এবং আমাদের মধ্যে কোনও দূরত্ব নেই, কারণ আমরা তো তাঁরই অংশ।’ আজকে এই অতি প্রত্যাশিত শুভদিনটিতে আমাদের মনে রাখতে হবে—‘কল্পতরু হয়ে সাধ-আহ্লাদ তিনি কাশীপুরের বাগানবাড়ীতে একমাত্র পূর্ণ করেননি, মানুষকে চিরদিনের কল্পতরু লাভের গোপন রহস্যটা সোজাসুজি বুঝিয়ে দিয়েছেন।  তাঁর সতত আশীর্বাদ মানুষের মঙ্গল কামনায় প্রতিনিয়ত বহমান। আজকের এই চিরভাস্বর দিনটিকে মনে মনে স্মরণ করে আমরা ঠাকুরের উদ্দেশে গভীর শ্রদ্ধা ও প্রাণপূর্ণ প্রণাম জানিয়ে বলি—
‘জীবনপথে যতই বিপদে পড়ি তোমার শ্রীপদ যেন না ভুলি এবং দিনরাত্রির প্রতিটি নিমেষ যেন তোমার প্রতি অশেষ হয়ে থাকে।’
            ♣♣♣♦♦♣♣♣
Powered by Blogger.