Header Ads

ধর্ম ধর্ম করে লোক – ধর্ম কি অত সোজা? II ঠাকুর এ কয়টার উপর বিশেষ লক্ষ্য রাখতেনঃ (1-5)


ধর্ম ধর্ম করে লোক – ধর্ম কি অত সোজা? – শ্রীম দর্শন।

SRI RAMAKRISHNA
SRI RAMAKRISHNA



ঠাকুর এ কয়টার উপর বিশেষ লক্ষ্য রাখতেনঃ

প্রথম, পরিষ্কার-পরিচ্ছন্নতা। প্রায়ই আলস্যের জন্যই লোক অপরিষ্কার থাকে। ঈশ্বরচিন্তা করে দেহভুল ক’জনের হচ্ছেপরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না। অন্তর্বহিঃ শৌচের দরকার। 




দ্বিতীয়, waste (অপব্যয়না হয়। অনেকে জিনিস নষ্ট করেতা দেখতে পারতেন না। একবার এক টুকরা লেবুর জায়গায় ছয় টুকরা কেটেছিল বলে তিরস্কার করেছিলেন কাশীপুরে। বলেছিলেনভক্তরা কত কষ্ট করে অর্থোপার্জন করেসেই অর্থে সেবা হচ্ছেতার অপব্যবহারবলতেনলক্ষ্মীছাড়া থেকে কৃপণ হওয়া ভাল। দু’টোই খারাপতবু তো যা তা নষ্ট না করে কৃপণ হওয়া ভাল। আহারের সময় অনেকে ভাতটাত কত নষ্ট করে। এসব পছন্দ করতেন না। কুকুরের জন্য দুটি রাখতে হয়। তাছাড়া যেমন আবশ্যক তেমনি নাও – নষ্ট না হয়। 


তৃতীয়ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা দেখতে পারতেন না। বলতেনসেলাইকরা কাপড় পরলে লক্ষ্মীছাড়া হয়।

চতুর্থ, এলোমেলো ভাব – যেমন এখানকার জিনিস ওখানে রাখা। যার যে স্থান সেখানে রাখা আর সাজিয়ে রাখা।
পঞ্চমনিজের রান্না নিজে করা। বলতেনভক্তরা যারা তাঁর ভজন করবেতারা নিজের দুটি চাল নিজে ফুটিয়ে নেবে। ভগবানে অর্পণ করে প্রসাদ পাবে। এতে পরের উপর নির্ভর করতে হয় নাআর সত্ত্বহানিও হয় না।
বলতেনসর্বাবস্থায় তাঁর পূজা। কোনটাই অবহেলা করা চলে না। আহার বিহারশয়নচলনবলনসর্বদা সর্ববস্তুতে তাঁর অনুধ্যান। তবে তো ধর্ম।

ধর্ম ধর্ম করে লোক – ধর্ম কি অত সোজা? – শ্রীম দর্শন।






Powered by Blogger.