Header Ads

শঠারি, মধুর কবি ও রাজা কুলশেখর আলোয়ার

|| শঠারি, মধুর কবি ও রাজা কুলশেখর আলোয়ার ||

এই পোষ্ট খানি করা হলো বিষ্ণুর অবতার এর উপরে । শুধুমাত্র বাংলায় নয় দক্ষিণ ভারতেও ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীবিষ্ণুর অংশ । সে সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞাত ।
তাই এই লেখনী টি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবার ইচ্ছে রইলো ।
যিনি বৈশাখ মাসে বিশাখা নক্ষত্রে কলিযুগের প্রারম্ভে, পান্ড্যদেশস্থ কুরুকাপুরীতে, মহাত্মা কারির ঔরসে জন্মগ্রহণ করেন, আমি সেই সেনাপতি বিম্বকসেনের অবতার শঠারির পূজা করি ।
......বিম্বকসেন নারায়ণের দ্বিতীয় মূর্তি । ইনি বৈষ্ণবী সেনার অধিনায়ক । ইনি চন্দ্রের ন্যায় শুভ্রকান্তি, চতুর্ভুজ এবং সর্ববিঘ্নের বিনাশকর্তা।
বৈষ্ণবগণ শ্রীশ্রীকার্তিকেয়ের পরিবর্তে বিম্বকসেনের পূজা করেন ।
বিম্বকসেন সর্ববিঘ্নবিনাশী ও নারায়ণের সেনানায়ক ।
একদা মহাত্মা কারি সস্ত্রীক পুত্রার্থ নারায়ণমন্দিরে গমন করিয়া ব্রতোপবাসাদি করেন ।
তাহাতে পরিতুষ্ট হইয়া বিষ্ণু স্বয়ংই তাঁহাদের পুত্ররূপে অবতীর্ণ হইবেন, এইরূপ প্রত্যাদেশ করেন ।
সেই প্রত্যাদেশ অনুসারে শঠরিপুর জন্ম হয়।
শঠরিপু, শঠারি ও শঠকোপা একই অর্থে প্রযুক্ত ।
তিনি এতদৃশ প্রেমিক ও মধুরস্বভাব ছিলেন যে, তাঁহার সহিত যিনিই আলাপ করিতেন, তিনিই তাঁহাকে পরম আত্মীয় বলে জ্ঞান করিতেন ।
সকলের আত্মীয় ছিলেন বলিয়া সকলে তাঁহাকে ""উনি আমাদের আলোয়ার"'" বলিতেন বলিয়া,
~~~তাঁহার নাম নম্মা আলোয়ার হইয়াছে ।
নম্মা শব্দের অর্থ আমাদের ।
ইহার আর একটি নাম 'পরাংকুশ'।
কারণ ইনি সর্বজনবৈরী মোহমাতঙ্গের অঙ্কুশস্বরূপ ছিলেন ।
ইনি নীচ কুলোদ্ভব।
ইহার পিতা মহাত্মা করি একজন সম্পত্তিশালী ভুমাধিকারী ছিলেন ।
নম্মা আলোয়ার  কলিযুগের প্রথম বৎসরে অর্থাৎ ৩১০২ খ্রীস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন । তাঁহার এক অতি বৃদ্ধ ভক্ত ছিল । ঐ ভক্তটি মধুরভাষায় কবিতা লিখিতে পারিতেন বলিয়া উহার নাম মধুরকবি আলোয়ার ছিল ।
ইনি যুগসন্ধিতে জন্মগ্রহণ করেন । তামিল পন্ডিতগণ ইহার জন্মকাল ৩২২৪ খ্রীস্টপূর্বাব্দ স্থির করিয়াছেন ।
চৈত্র চিত্রাসমুদ্ভুতম পান্ড্যদেশে খগাংশকম্ ।
শ্রীপরাঙ্কুশসদ্ভক্তং  মধুরং কবিমাশ্রয়ে।।৭।।
চৈত্র মাসে চিত্রা নক্ষত্রে যিনি খগপতি গরুড়াংশে পান্ড্যদেশে জন্মগ্রহণ করিয়াছিলেন,
যিনি পরাঙ্কুশ শঠরিপুর অতিশয় ভক্ত ছিলেন, আমি তাঁহার শরণাগত হই ।
ইঁহার জন্মভূমি শঠরিপুর জন্মভূমির নিকট ছিল ।
কুম্ভে পুনর্বসুভবং কেরল চোলপট্টনে
কৌস্তুভাংশং ধরাধীশং কুলশেখরমাশ্রয়ে ।।
যিনি ফাল্গুনমাসের পুনর্বসু নক্ষত্রে শ্রীবিষ্ণুর কৌস্তুভাংশে কেরল বা মালাবার দেশস্থ চোলপট্টন বা  তিরুভঞ্জিক্কোলম্ নামক নগরে জন্মগ্রহণ করেন,
যিনি কেরলের অধিপতি ছিলেন,
আমি সেই রাজা কুলশেখরের শরণাগত হই ।
ইনি 'মুকুন্দমালা'র রচয়িতা । ইহার ন্যায় ভক্ত অতি বিরল । বৃহস্পতিবার শুক্লা দ্বাদশীতে ৩১০২ খ্রীষ্টপূর্বাব্দে ইঁহার জন্ম হয় ।
ইনি রাজর্ষির ন্যায় দীপ্তিশালী ছিলেন বলিয়া বৈষ্ণবরা ইঁহাকে নারায়ণের কৌস্তুমণির অংশবতার বলিয়া পূজা করেন ।।

~~~~স্বামী রামকৃষ্ণানন্দ ।

জয় রামকৃষ্ণ ।।
Powered by Blogger.